আসছে নুর ও রেজা কিবরিয়ার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল - Bairaty News 24

Bairaty News 24

মিথ্যা নয় সত্যের সন্ধানী আমরা।সব সময়ের সেরা খবরটা জানানোই আমাদের কাজ।

Breaking

Home Top Ad

Post Top Ad

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

আসছে নুর ও রেজা কিবরিয়ার নেতৃত্বে নতুন রাজনৈতিক দল


কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন এবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে রাজনৈতিক দল হিসেবে। বাংলাদেশ অধিকার পার্টি বা বিআরপি নামে নতুন এই দলের নেতৃত্বে থাকতে পারেন অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এছাড়া, দলটির সাথে একীভূত হতে পারে আরও কয়েকটি রাজনৈতিক সংগঠন।

কোটা সংস্কার আন্দোলন থেকে হয়েছিলো উত্থান। তারপর, একটু একটু করে জানান দেয় নিজেদের রাজনৈতিক অবস্থান। নানা ইস্যুতে সরকারের সমালোচনা ও কর্মসূচিতেও আছে সরব। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে হয়েছে ছাত্র-যুব-শ্রমিক পরিষদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন এই সংগঠন, এবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে রাজনৈতিক দল হিসেবে। সম্ভাব্য নাম 'বাংলাদেশ অধিকার পার্টি'।

ডক্টর রেজা কিবরিয়া। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। বিশ্বব্যাংক, আইএমএফ-এর মতো বড়-বড় প্রতিষ্ঠান ছেড়ে রাজনীতিতে নেমেছেন পুরোদমে। যদিও তিন বছর না ঘুরতেই ছেড়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক পদ। মাঝে কিছুদিন দেখা গেছে অন্য দলের অনুষ্ঠানেও। এবার, বাংলাদেশ অধিকার পার্টির আহ্বায়ক হিসেবে শোনা যাচ্ছে তার নাম।

এদিকে বেশ কিছুদিন ধরে ছাত্র-যুব পরিষদের সাথে যুগপৎ কর্মসূচি পালন করছে গণসংহতি আন্দোলন, মাওলানা ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা। তবে, জোনায়েদ সাকি জানান-- নতুন কোনো দলে যোগ দেয়া নয়, দলীয় পর্যায়ে ঐক্যের আলোচনা চলছে তাদের মাঝে।

বাংলাদেশ অধিকার পার্টির উদ্যোক্তারা জানান, এক মাসের মধ্যে নিবন্ধনের আবেদন করবেন তারা। তিনশ’ আসনে লড়তে চায় আগামী নির্বাচনেও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages