স্কুলে গিয়ে শিক্ষার্থীদের করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ শুক্রবার দুপুরে পাহাড়তলীতে বীরকন্যা প্রীতিলতার আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১৯৩২ সালের এই দিনে (২৪ সেপ্টেম্বর) পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন প্রীতিলতা। সফল অপারেশন শেষে একটি গুলি এসে লাগে প্রীতিলতার গায়ে। পরে পটাশিয়াম সায়ানাইড পানে আত্মাহুতি দেন ধলঘাটের এই বীরকন্যা।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘করোনার সংক্রমণ এখন কমেছে অনেক। আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, এক দিনের বেশি যাতে কেউ স্কুলে না আসে। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে, এটার কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই। তারা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায়, আত্মীয়স্বজনের বাসায়, বিনোদনকেন্দ্রসহ সবখানে যাচ্ছিল। আমরা দেখেছি সুনির্দিষ্ট কিছু জায়গায় এটা হয়েছে। আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি।’
উল্লেখ্য, গত বুধবার করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর নাম সুবর্ণা ইসলাম ওরফে রোদেলা। মেয়েটি ১৫ সেপ্টেম্বর সর্বশেষ স্কুলে এসেছিল। তখন তার শরীরে কোনো সমস্যা ছিল না বলে জানান স্কুলটির প্রধান শিক্ষক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন