ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় বোন নিহত - Bairaty News 24

Bairaty News 24

মিথ্যা নয় সত্যের সন্ধানী আমরা।সব সময়ের সেরা খবরটা জানানোই আমাদের কাজ।

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় বোন নিহত

 বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মানসিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় বোন নিহত


হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম আজমি আরা খাতুন (২৯)। আজ সকালে তাঁর ভাই মোকছেদ আলীর (২৩) লাঠির আঘাতে এ দুর্ঘটনা ঘটে। আজমিরা ও মোকছেদ ওই গ্রামের মৃত কোরবান আলীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোকছেদ জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী। কয়েক বছর ধরে তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আজ সকালে শিকল খুলে দিলে মোকছেদ লাঠি দিয়ে বড় বোনের মাথায় আঘাত করেন। এতে বড় বোন আজমিরা খাতুন গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকাল ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজমিরা বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন বলে জানা গেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ  বলেন, মোকছেদের অস্বাভাবিক আচরণের কারণে তাঁকে শিকলে বেঁধে রেখেছিলেন পরিবারের সদস্যরা। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানসিক প্রতিবন্ধী হওয়ায় মোকছেদ আলীকে এখনো আটক করা হয়নি। এদিকে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages